চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এসেছে নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা-মা হলেন তারা।
সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তান জন্মদানের বিষয়টি নিশ্চিত করেছেন এ দম্পতির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী।তিনি বলেন, মা ও সন্তান দুজনই ভালো আছে। আমি তো মনে করি, আরো এক অপি করিমের জন্ম হলো আজ।তবে এ বিষয়ে নির্ঝর ও অপি করিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনকে ফোন করা হলেও কেউ রিসিভ করেননি।এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫২ মিনিটে মা হয়েছেন অপি করিম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে আছেন। এটি এ দম্পতির প্রথম সন্তান।
অনলাইন ডেস্ক







