বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতনের মামলায় গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় রাজধানীর ডেমরার শারুলিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
সম্প্রতি এক নারীকে মারধর ও টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করলে এ মামলার প্রেক্ষিতে নোবেলকে গ্রেফতার করা হয়।
ভারতীয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পাওয়া এ গায়ক এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়ে দেওয়ার পর আবারও ফিরে এসেছিলেন শ্রোতাদের কাছে। তবে আগেও রাজধানীর মতিঝিলে প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ ছিল—গান গাওয়ার আগাম টাকা নিয়ে অনুষ্ঠান বাতিল করে আত্মসাৎ করেছিলেন।
অনলাইন ডেস্ক







