মাগুরা প্রতিনিধি: মাগুরার বহুল আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী শনিবার (১৭ মে) দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে মাগুরা জেলা কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলাটিতে ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ উপস্থাপন করে আদালতে যুক্তি তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, এই মামলায় সাতটি জব্দ তালিকা থেকে ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে উপস্থিত হয়ে তা সত্যায়ন করেছেন। তিনটি মেডিকেল রিপোর্টে স্বাক্ষরকারী পাঁচজন চিকিৎসকও আদালতে সাক্ষ্য দিয়ে প্রমাণ উপস্থাপন করেছেন। সব সাক্ষ্য ও প্রমাণে আসামি হিটু শেখ–এর বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)–এর ৯(২) ধারা অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) আলাউদ্দিন গত ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়।







