নড়াইল প্রতিনিধি: নড়াইলে ‘ন্যায়কুঞ্জ’ নামকরণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১০টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মাহমুদুল হক।
জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারপতি মাহমুদুল হক ‘ন্যায়কুঞ্জ’-এর ফিতা কেটে উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ শারমিন নিগার, সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, নড়াইল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক নেওয়াজ মাহমুদসহ বিচারকবৃন্দ ও আইনজীবীরা।
উদ্বোধনী বক্তব্যে বিচারপতি মাহমুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার ফলে দূর-দূরান্ত থেকে আগত বিচারপ্রার্থী মা-বোনেরা অপেক্ষাকালীন সময়টুকু শান্তিতে ও স্বস্তিতে কাটাতে পারবেন। পাশাপাশি শিশুদের দুধ পান করানোর জন্যও এটি একটি নিরাপদ স্থান হবে।”
বিশ্রামাগারটিতে বিচারপ্রার্থীদের জন্য বসার সুব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, এবং নারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে বলে আয়োজকরা জানান।







