Friday, December 5, 2025

বলিউড বাদশা শাহরুখ বললেন— ‘এটাই হয়তো শেষ’

৫৯ বছর বয়সে প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা রাখলেন বলিউডের কিং খান শাহরুখ খান। ২০২৫ সালের মেট গালায় রাজকীয় স্টাইলে আত্মপ্রকাশ করলেন এই তারকা। নিউইয়র্কের এই জাঁকজমকপূর্ণ ফ্যাশন শোতে তার উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি কালো স্যুট ও সিল্কের প্যান্ট পরে, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রেড কার্পেটে হেঁটেছেন শাহরুখ। কোমরে ছিল বিশেষ কোমরবন্ধনী, কোটে ব্যবহার করা হয়েছিল জাপানিজ হর্ন বোতাম। সঙ্গে ছিল হীরা, নীলা ও সোনার গয়না।

মেট গালার লাল গালিচায় পা দিয়েই সাংবাদিকদের উদ্দেশ্যে শাহরুখ বলেন, “আমি শাহরুখ,”—আর সঙ্গে তার সেই বিখ্যাত হাসি। এরপর জানান, তিনি মেট গালায় অংশ নিয়েছেন শুধুমাত্র সন্তানদের খুশি করতে।

তার ভাষায়, “আমার ছোট ছোট বাচ্চারা মেট গালা নিয়ে খুব উচ্ছ্বসিত। আমি নিজে হয়তো আসতাম না, কিন্তু সব্যসাচীর পরামর্শে যখন আসার সিদ্ধান্ত নিই, ওরা খুব খুশি হয়। এখনো জানি না এটা কতটা দারুণ, তবে ওরা বলেছে— ‘তোমাকে দারুণ লাগবে।’”

তবে প্রথম অভিষেকেই শাহরুখ জানিয়ে দেন, “এটাই হয়তো আমার শেষ মেট গালা।”

এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল’। কিং খানের পরনে কোনো শোল্ডার প্যাড বা ঝুলন্ত কাপড় ছিল না। তিনি বলেন, “আমি শোল্ডার প্যাড পরতে চাই না। সেটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে।”

উল্লেখ্য, নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতিবছর আয়োজিত হয় এই বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট। এবারের আসরে শাহরুখ ছাড়াও বলিউড থেকে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও কিয়ারা আদভানি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর