Friday, December 5, 2025

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ, হাসপাতালে চিকিৎসাধীন

সঙ্গীতপ্রেমীদের প্রিয় মুখ, ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর বিজয়ী পবনদীপ রাজন ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার ভোররাতে, আনুমানিক ৩টা ৪০ মিনিটে আহমেদাবাদের কাছে তার গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হাসপাতালের বেডে শুয়ে থাকা পবনদীপকে দেখা গেছে। ভিডিওটি দেখে উদ্বেগে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এই জনপ্রিয় গায়ক। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা স্থিতিশীল না হলেও চিকিৎসকরা প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছেন।

উত্তরাখণ্ডের সন্তান পবনদীপ রাজন ‘ইন্ডিয়ান আইডল ১২’-এর মাধ্যমে জাতীয়ভাবে খ্যাতি অর্জন করেন। শো শেষ হওয়ার পর থেকে একের পর এক স্টেজ শো ও গানে অংশ নিয়ে সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদ শিরোনামে এসেছেন পবনদীপ। বিশেষ করে সহশিল্পী অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

বর্তমানে পবনদীপের সুস্থতা কামনা করে দেশজুড়ে ভক্ত-অনুরাগীরা দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর