নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত মিরাজুল ইসলাম কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। আহত অন্য দুজন হলেন তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরীফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বসে ছিলেন মিরাজুল ও তার দুই সঙ্গী। হঠাৎ দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর দুইজনও গুরুতর জখম হন।
আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”







