Friday, December 5, 2025

আজও মাটির মানুষ শাহরুখ—স্মৃতিচারণায় রাজেশ খট্টর

অমিতাভ বচ্চনের পর বলিউডে এমন তারকা খুব কমই এসেছেন, যাঁকে নিয়ে সর্বত্র শুধু প্রশংসার বন্যা শোনা যায়। বয়স ৫৯ পেরিয়ে গেলেও শাহরুখ খান আজও ভারতের সবচেয়ে বড় সুপারস্টারদের একজন।

যারা তাঁর সঙ্গে কাজ করেছেন, তাঁদের মুখে বারবার ফিরে আসে কিং খানের বিনয় আর মানবিকতার গল্প। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা রাজেশ খট্টর।

সম্প্রতি ‘ফ্রাইডে টকিজ’-এর এক সাক্ষাৎকারে কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করেন রাজেশ। জানান, দিল্লির একই কলেজে পড়তেন তিনি ও শাহরুখ। তখন থেকেই তাঁরা থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

রাজেশ বলেন, “ও খুবই বাস্তববাদী ও মাটির মানুষ ছিল তখনও, আজও তাই। আমরা দু’জনেই থিয়েটার করতাম। অনেক হিন্দু-শিখ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি।”

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডন’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পান রাজেশ খট্টর। তবে তাঁদের আলাপ আরও পুরোনো—১৯৯৫ সালের ‘জমানা দিওয়ানা’ ছবির শুটিং থেকেই। কারণ, সেই ছবিতে রাজেশের তৎকালীন স্ত্রী নীলিমা আজিম অভিনয় করেছিলেন।

রাজেশ বলেন, “সে একজন দারুণ মানুষ। যত বড় তারকাই হয়ে উঠুক না কেন, ব্যবহার একটুও পাল্টায়নি। আজও কারও সঙ্গে দেখা হলে আগ্রহ নিয়ে কথা বলে, আগেও যেমন করত। এমন স্বচ্ছ ও সংবেদনশীল ব্যবহার আমি খুব পছন্দ করি।”

শুধু রাজেশ খট্টরই নন, শাহরুখের স্কুলজীবনের বন্ধু ও গায়ক পালাশ সেনও এক সাক্ষাৎকারে বলেন, শাহরুখের অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত একসময় তাঁদের কাছে অবাক করার মতো ছিল। তবে তাঁর মতে, “শাহরুখ যেকোনও ক্ষেত্রেই সাফল্য অর্জন করতেন। আমি আমার জীবনে এত বুদ্ধিমান মানুষ খুব কম দেখেছি।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর