সাধারণের কাছে ‘সিআইডি’ মানেই ক্রিমিনালদের শত্রু। কিন্তু ক্রাইম-থ্রিলারপ্রেমীদের কাছে এই নাম এক আবেগের জায়গা। তবে এবার সেই জনপ্রিয় ভারতীয় ধারাবাহিকটির বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক গ্রাফিতি শিল্পীর ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, ‘সিআইডি’ ধারাবাহিকটি তার কিছু ইউটিউব ভিডিও চুরি করে ব্যবহার করেছে।
গত সোমবার মুম্বাইয়ের ওই শিল্পী একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তার তৈরি করা গ্রাফিতি সোজা তুলে ব্যবহার করা হয়েছে সিরিয়ালে, যা কপিরাইট আইনের লঙ্ঘন।
শিল্পী লেখেন, “আমি প্রথমে খুবই খুশি হয়েছিলাম কারণ এই শো ছোটবেলা থেকে দেখেছি। নিজের কাজ সেখানে দেখতে পাওয়াটা দারুণ লাগছিল। কিন্তু খালি আমার না, আরও অনেকের কাজও চুরি করে ব্যবহার করেছে। মজার বিষয় হলো, নিজেরা কোনো শিল্পী নিয়োগ না করে ইউটিউব থেকে সরাসরি তুলে নিয়েছে।”
এই পোস্টের পর নেটিজেনদের প্রতিক্রিয়াও আসে। কেউ লেখেন, “এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন।” আবার কেউ ঠাট্টা করে বলেন, “এরা চোর-খুনি ধরে, অথচ নিজেরাই চুরি করছে!” আরেকজনের মন্তব্য, “তাহলে সিআইডিও অপরাধে জড়িত!”
উল্লেখ্য, কিছুদিন আগেই সনি টিভির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ‘সিআইডি’-র জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমনের মৃত্যু হয়েছে। যদিও অভিনেতা শিবাজী সাতাম বেঁচে আছেন, তবে চরিত্রটির মৃত্যু নিয়েই জোর চর্চা চলছে। এর মধ্যেই চুরির অভিযোগ এনে আবারও শিরোনামে এল ‘সিআইডি’।
অনলাইন ডেস্ক







