Friday, December 5, 2025

পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে গেছে: বুবলী

ঢালিউড সুপারস্টার শাকিব খান গত ২৮ মার্চ একচল্লিশ পেরিয়ে পা রেখেছেন বিয়াল্লিশে। চলতি বছর রমজান মাসের মধ্যে জন্মদিন হওয়ায় কোনো আনুষ্ঠানিক আয়োজন না করে ঘরোয়াভাবে দিনটি উদযাপন করেছেন ‘কিং খান’।

জন্মদিনের ঠিক পরদিন, ২৯ মার্চ, ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী এক পোস্টে লেখেন, পুরো মার্চ মাসটাই বাবা-ছেলে নিয়ে গেছে। জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।” ওই পোস্টে দেখা যায়, শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন অভিনেতা।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বুবলী বলেন, মার্চ মাসটা আমার জন্য বিশেষ। কারণ ২১ মার্চ আমাদের ছেলে শেহজাদের জন্মদিন, ২৮ মার্চ শেহজাদের বাবার জন্মদিন। একই মাসে এবার ঈদুল ফিতরও।

তিনি আরও যোগ করেন, জন্মদিনকে ঘিরে পরিবারের মধ্যে বাড়তি আনন্দ কাজ করে। শেহজাদের জন্মদিনে বাবা-মা মিলে ঘটা করে উদযাপন করি, সবাই মিলে ছেলের জন্য দোয়া করি। একইভাবে শাকিবের জন্মদিনেও সবাই ঘরোয়াভাবে একসঙ্গে থাকি, পারিবারিক আবহেই কাটে দিনটি।

শাকিব খানের বাবা-মায়ের প্রশংসা করে বুবলী বলেন, শেহজাদের দাদা-দাদি খুব সহজ-সরল মানুষ। পরিবারের অন্যরাও অনেক ভালো। জন্মদিনের আয়োজনে বাবা-মা দোয়া করে দেন, যা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর