বলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ মার্চ) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মনোজ কুমার হার্টের সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি লিভার সিরোসিসেও আক্রান্ত ছিলেন।
তার ছেলে কুনাল গোস্বামী বলেন, “এটা ঈশ্বরের কৃপা যে বাবা শান্তিপূর্ণভাবে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। আগামীকাল দুপুর ১২টায় পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।”
১৯৩৭ সালের ২৪ জুলাই তৎকালীন ব্রিটিশ ভারতের অ্যাবোটাবাদে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন মনোজ কুমার। দেশভাগের পর তার পরিবার দিল্লিতে চলে আসে। ১৯৫০ ও ৬০-এর দশকে বলিউডে তার আত্মপ্রকাশ ঘটে। দেশপ্রেমভিত্তিক চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি ‘ভারত কুমার’ উপাধি লাভ করেন।
মনোজ কুমারের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও। তাদের মধ্যে রয়েছেন— অক্ষয় কুমার, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ও পরিচালক অশোক পন্ডিত প্রমুখ।
অনলাইন ডেস্ক







