Friday, December 5, 2025

শাকিব খানের ‘বরবাদ’ ঝড়: দুই দিনে আয় কয়েক কোটি টাকা!

প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতরেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের নতুন ছবি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সসহ সারাদেশে ১২০ হলে একযোগে চলছে সিনেমাটি। ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এমনকি মাল্টিপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট বুক করেও সিনেমা দেখা যাচ্ছে না।

দর্শকদের চাপে একের পর এক শো বাড়ানো হয়েছে ‘বরবাদ’-এর। এমন পরিস্থিতিতে মুক্তির প্রথম দুই দিনের আয় নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।

যেহেতু বাংলাদেশে বক্স অফিস কালেকশনের নির্দিষ্ট কোনো রেকর্ড নেই, তাই সিঙ্গেল স্ক্রিন থেকে ‘বরবাদ’ সিনেমার আয় নির্ধারণ করা কঠিন। তবে হল মালিকরা মোটা অংকের বুকিং মানি দিয়ে ছবিটি চালাচ্ছেন, যা আয়কে বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছে।

সিঙ্গেল স্ক্রিনের আয়ের হিসাব না পাওয়া গেলেও, মাল্টিপ্লেক্সে ছবিটির দুই দিনের আয় জানা গেছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ শেয়ার করা এক ফটোকার্ডে দেখা গেছে, মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’ দু’দিনে মোট ৭২ লাখ ৬১ হাজার টাকা আয় করেছে।

এর মধ্যে প্রথম দিনে আয় ছিল ২৮ লাখ ৩০ হাজার টাকা, আর দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লাখ ৩১ হাজার টাকায়।

গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে ‘বরবাদ’ বেশ ভালো ওপেনিং পেয়েছে। কারণ গত বছর শাকিবের ‘রাজকুমার’ মাত্র ১২ লাখ টাকা ওপেনিং দিয়েছিল, যা এবারের ঈদে প্রথম দিনেই ছাড়িয়ে গেছে ‘বরবাদ’।

সারাদেশে মাল্টিপ্লেক্সের তুলনায় সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা অনেক বেশি এবং হল মালিকরা আগেই বুকিং মানি পরিশোধ করেছেন। সেই হিসাবে, শাকিব খানের ‘বরবাদ’ এখন পর্যন্ত কয়েক কোটি টাকার ঘরে পৌঁছে গেছে।

প্রসঙ্গত, ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছিল সিনেমাটি নিয়ে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর