Sunday, April 27, 2025

শাকিব খানের ‘বরবাদ’ ঈদে আসবে তো? গুঞ্জনে দিশেহারা ভক্তরা

পূর্ব ঘোষণানুযায়ী, রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। ভক্তরা প্রস্তুত প্রিয় তারকার নতুন সিনেমা উপভোগ করতে, আর হল মালিকরাও আশা করছেন ব্যবসার রমরমা অবস্থা। কিন্তু হঠাৎই গুঞ্জন—রোজার ঈদে আসছে না ‘বরবাদ’!

এমন খবরে দিশেহারা অনুরাগীরা। তবে কি তাদের প্রিয় তারকার সিনেমাটি হলে বসে দেখার স্বপ্ন মাঠে মারা যাচ্ছে?

এ বিষয়ে সত্যতা জানতে আজ (রোববার) যোগাযোগ করা হয় ‘বরবাদ’-এর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে। তিনি বলেন, ‘এ ধরনের গুঞ্জন ছড়াবেই। এ নিয়ে কিছু বলতে চাই না। আজ ও কাল সময় লাগবে, এরপর আপনাদের আপডেট দিতে পারব। তবে এখন পর্যন্ত আমরা পজিটিভ।’

কিন্তু তাহলে কি শাকিব খানকে ঠেকানোর কোনো ষড়যন্ত্র চলছে? এ প্রশ্নে তিনি জানান, ‘এখনও এমন কিছু মনে হচ্ছে না। তবে যদি ষড়যন্ত্রের আভাস পাই, অবশ্যই জানাব।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘বরবাদ’ মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আগামীকাল (সোমবার) সেন্সর বোর্ডে জমা পড়বে।

এদিকে, হঠাৎ করেই চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে শাকিব খানের চার বছর আগের সিনেমা ‘অন্তরাত্মা’, যা শেষ হয়েছিল ২০২১ সালে।

তড়িঘড়ি করে এই সিনেমা জমা দেওয়ার বিষয়টি ‘বরবাদ’ আটকে দেওয়ার কোনো ইঙ্গিত কি না, এ প্রশ্নের জবাবে পরিচালক সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এ বিষয়ে প্রযোজনা সংস্থা ভালো বলতে পারবে।’

তাহলে ‘বরবাদ’ কি ঈদেই আসছে?—এ প্রশ্নে পরিচালকের সংক্ষিপ্ত উত্তর, ‘ইনশাআল্লাহ, আমরা এখন পর্যন্ত আশাবাদী।’

‘বরবাদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবিতে আরও আছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগরসহ অনেকে। ইতোমধ্যে ছবির টিজার ও গান নেটিজেনদের মন জয় করেছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর