Sunday, April 27, 2025

শাকিব নতুন লুকে নিজেকে পর্দায় আনার চেষ্টা করেন: ফজলুর রহমান বাবু

ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। চলছে শেষ মুহূর্তের প্রচারণা, আর চমক হিসেবে প্রকাশ করা হচ্ছে ছবির সঙ্গে যুক্ত অভিনয়শিল্পীদের নাম। এবার জানা গেল, এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এই সিনেমায় সবুজ মিয়া চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবুজ মিয়া এই গল্পের একটি টার্নিংয়ের জায়গা। গ্রামের একজন সাধারণ ও ছাপোষা মানুষ। বিপত্নীক, তার দুটি মেয়ে আছে। হঠাৎ করে ওই অঞ্চলে বড় ধরনের একটি ম্যাসাকার হয়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। ছবিতে সবুজ মিয়ার চরিত্রের উপস্থিতি অনেক কম, কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ।

এর আগে ‘তুফান’ সিনেমাতেও ছিলেন বাবু। সেখানে শাকিব খানের সঙ্গে এক ফ্রেমে কাজ করলেও ‘বরবাদ’-এ তাদের দেখা হয়নি। তবে শাকিব খান সম্পর্কে নিজের পর্যবেক্ষণ জানিয়ে বাবু বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়, শাকিব প্রতিনিয়ত নিজেকে ভাঙার চেষ্টা করছেন। নতুন নতুন লুকে নিজেকে পর্দায় আনার চেষ্টা করছেন।

‘বরবাদ’ সিনেমায় বাবুর চরিত্র সবুজ মিয়ার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইধিকা পাল। এ বিষয়ে বাবু বলেন,

“এই সিনেমার প্রধান নায়িকা ইধিকা পাল আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সে কো আর্টিস্ট হিসেবে খুবই কো-অপারেটিভ। আমরা যারা বাংলাদেশে একসাথে কাজ করি, প্রত্যেকের প্রতি খুব আন্তরিক থাকি।”

তারকা সমৃদ্ধ ‘বরবাদ’ মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। সিনেমাটির টিজার ইতোমধ্যেই নেটিজেনদের মন জয় করেছে, আর গানগুলোও পেয়েছে দর্শকদের সমাদর।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর