Sunday, April 27, 2025

নায়িকা থেকে বিদায় নিলেন নুসরাত বর্ষা

ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, হাতে থাকা তিন-চারটি সিনেমার কাজ শেষ করেই তিনি চলচ্চিত্রকে বিদায় জানাবেন।

বর্ষা বলেন, ‘এরপর আর সিনেমা করাটাও সুন্দর দেখায় না। কারণ একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বর্ষার মতে, নায়িকাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ক্রিনে মানায়। সেই বাস্তবতাকে মেনে নিয়েই তিনি অভিনয় ছাড়ছেন।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এই ছবিতে তার বিপরীতে ছিলেন অনন্ত জলিল। ক্যারিয়ারের শুরুতেই অনন্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি এবং ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর