Sunday, April 27, 2025

জেলে আরিয়ান খানকে বিপদ থেকে বাঁচিয়েছিলেন আজাজ খান!

বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান আজাজ খান। এরপর আরও বেশ কিছু রিয়েলিটি শোতে দেখা গেছে তাকে। তবে ২০২১ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন আজাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। সেখানে উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রসঙ্গও।

আজাজ জানান, তারা একসঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন, যেখানে আরিয়ান খান একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন। আর সেসব বিপদ থেকে তাকে রক্ষা করেছিলেন আজাজ নিজেই।

তিনি বলেন, “ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি। খাবারের পানি, সিগারেট পাঠাতাম। জেলে বসে এটুকুই কারও জন্য করা যায়। আমি ওকে গুণ্ডা মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। কারণ ও দারুণ বিপদে ছিল।”

উল্লেখ্য, ২০২১ সালে একটি মাদক মামলায় গ্রেপ্তার হন আরিয়ান খান। ২৬ দিন কারাবাসের পর ২৮ অক্টোবর জামিন পান তিনি।

তবে আজাজ খানের দাবির বিষয়ে এখনো কোনও প্রতিক্রিয়া দেননি আরিয়ান খান। বর্তমানে নিজের পরিচালিত প্রথম সিরিজের মুক্তি নিয়েই ব্যস্ত শাহরুখপুত্র।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর