Friday, December 5, 2025

আমি প্রতিযোগিতা করি না, শাসন করি- শাকিব খানের

ঢালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে একচেটিয়া রাজত্ব করছেন সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই দর্শকের ঢল, প্রযোজকদের বিনিয়োগের নিশ্চয়তা। ঈদে শাকিব খানের সিনেমা ছাড়া যেন উৎসবই অপূর্ণ থেকে যায়।

এবারের ঈদেও তার ভক্তদের জন্য সুখবর—মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। ইতোমধ্যে সিনেমাটির টিজার ও গান প্রকাশ পেয়েছে, যা নেটিজেনদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সোমবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’ সাদা পাঞ্জাবি, পায়জামা ও চোখে গোল্ডেন-কালো চশমা পরা তার লুক মন কেড়েছে ভক্তদের। এক অনুরাগী লিখেছেন, অনেক সুন্দর লাগছে বস।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের সবচেয়ে গর্বের নাম মেগাস্টার শাকিব খান।

‘বরবাদ’-এর টিজার ও গান নিয়ে ইতোমধ্যেই দেশে-বিদেশে আলোচনা চলছে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আগে বাংলা সিনেমার টিজার ও গান শুধু দেশে আলোচনায় আসত, এখন বিশ্বজুড়ে ফিল্ম ক্রিটিকরা তা নিয়ে কথা বলেন। এর মানে আমাদের সিনেমা আন্তর্জাতিকভাবে নজর কাড়ছে। বরবাদ মুক্তির পর দর্শকরা এটি পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।

‘বরবাদ’-এর মাধ্যমে শাকিব খানের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার জনপ্রিয় শিল্পীদেরও দেখা যাবে সিনেমাটিতে বলে জানিয়েছেন পরিচালক।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর