Friday, December 5, 2025

মায়ের সঙ্গে নিশোর আবেগঘন মুহূর্ত, কাঁদাবে আপনাকেও (ভিডিও)

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আফরান নিশো। যার নাটক মানেই হিট। যেকোনো চরিত্রেই নিজেকে বেশ মানিয়ে নিতে পারেন গুণী এই অভিনেতা। অভিনয় ছাড়া বাস্তব জীবনে নিশো বেশ মা পাগল ছেলে। তার প্রমাণ মিলেছে একটি ভিডিও ক্লিপে।

মঞ্চে উপস্থিত বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ। আগত অতিথিদের সারিতে বসেছিলেন অভিনেতা আফরান নিশোর মা আঞ্জুমান আরা। নিশো মঞ্চে উঠার পর মাকে জড়িয়ে ধরেন তিনি। প্রিয় সন্তানকে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মা-ছেলে। দুজনের চোখে নেমে আসে সুখের অশ্রু ধারা। মা-ছেলের এমন দৃশ্য দেখে উপস্থিত সকলে গম্ভীর হয়ে যান। একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ভিডিওটি ঘুরে বেড়াচ্ছে। যা এখন রীতিমতো ভাইরাল।  জানা যায়, ভিডিওটি ২০১৯ সালের। ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করে থাকে। গত বছর ছিল এই আয়োজনের ৬ষ্ঠ আসর। গত বছর মা দিবস উপলক্ষে ‘গরবিনী মা’ সম্মাননা দেয়া হয় আফরান নিশোর মাকে। আর এই মঞ্চে এমন আবেগঘন দৃশ্যের তৈরি হয়। গত বছরের সেই ভিডিওটি হঠাৎ অন্তর্জালে ভাইরাল হয়েছে।মায়ের সঙ্গে নিশোর এমন দৃশ্য দেখে নেটিজেনরাও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাসনিয়া আফরিন নামে একজন লিখেছেন- একটি মেয়ের জীবনে যদি মা না থাকে সে অনাথ হয়ে যায়। আমি সেই অনাথ।এম ডি টুটুল লিখেছেন- অনেক কষ্টের মাঝে সন্তানকে সুখী দেখার জন্য সবকিছু ছাড়তে পারেন যিনি তিনি হলেন মা।ফরহাদ চৌধুরী লিখেছেন-আম্মু অনেক অনেক ভালোবাসি তোমায়, হাজার হাজার বছর বেঁচে থাকো তুমি মা।এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।

গত বছর গরবিনী মা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর