Wednesday, March 26, 2025

চোর ডাকাতের গলায় মালা পরালে অসভ্যদের পক্ষে মিছিল হবেই: আফজাল হোসেন

চিরসবুজ অভিনেতা আফজাল হোসেন অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। বিভিন্ন বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। এবারও তার ফেসবুক পোস্টে পাওয়া গেল সমাজের বাস্তব চিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া।

আজ শনিবার নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘আমরা পুরো জীবনটাকে দোকানে তুলে দিয়েছি। সবই বিক্রয়যোগ্য। পয়সা দরকার, বাহবা মেলা দরকার। এই বেনিয়া স্বভাবের কারণে স্বাভাবিক, অস্বাভাবিক, সুস্থ বা অসুস্থ কারা বোঝা এখন মুশকিল।’

এরপর তিনি লেখেন, ‘একই গ্লাসে ভালো আর মন্দ ঢেলে ঝাঁকিয়ে শরবত বানিয়ে বাজারজাত করা চলছে সগৌরবে। পান করে কেউ বমি করলে দোষের। বাহবা দেওয়া আর বাহবা পেতে চাওয়াদের এবং যা খুশি তাই করে, বলে জাতে উঠতে চাওয়াদের সংখ্যা বাড়ছে, বেড়েই চলেছে।’

তিনি আরও বলেন, ‘অসভ্যতার ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ রেখে নিরাপদে থাকা শ্রেয়তর ভাবা হয়। চোর, ডাকাত, মুর্খদের গলায় যে জাতি মালা পরিয়ে পরিয়ে কৃতার্থ হয়েছে—একসময় সে মানসিকতায় অসভ্যদের গলায় মালা তো উঠবেই, মিছিল তো হবেই অসভ্যতার পক্ষে।’

সবশেষে আফজাল হোসেন প্রশ্ন তোলেন, ‘কে প্রশ্ন করবে, এর শেষ কোথায়? প্রশ্ন করাও দোষের কি না ভেবে দেখতে হয়। মানুষ সম্পূর্ণভাবে শেষ হয়ে গেলে নিশ্চয়ই সবকিছুর শেষ হবে।’

এদিকে, আসন্ন ঈদে দেখা যাবে আফজাল হোসেন অভিনীত নাটক ‘দেয়ালের অন্তরালে’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। ফারিয়া হোসেনের লেখা এই নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী।

অনলাইন  ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর