‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ওয়েব সিরিজের প্রচারে প্রথমবার একসঙ্গে হাজির হলেন টলিউডের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ। সেখানেই নতুন ছবির ইঙ্গিত দিলেন তারা।
প্রসেনজিৎ বলেন, ‘‘জিতের প্রযোজনায় ‘আয় খুকু আয়’ ছবিতে আমি অভিনয় করেছি, তবে একসঙ্গে কাজ করা হয়নি। আমরা প্রায়ই কথা বলি, এবার মনে হলো একসঙ্গে কিছু করা উচিত। এই কাজটা হয়তো প্রথম হওয়ার কথা ছিল।’’
জিতের কথায়, ‘‘সবকিছুর একটা ঠিক সময় থাকে, তাই এটা এখনই হলো।’’
এরপর প্রসেনজিৎ মজা করে বলেন, ‘‘আমরা দুই ভাই একসঙ্গে আসছি খুব শিগগিরই, গোপাল তুমি তৈরি থাকো।’’ গোপাল, অর্থাৎ জিতের দাদা ও প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার গোপাল মদদানীকে উদ্দেশ্য করেই এই কথা বলেন তিনি।
সব মিলিয়ে টলিউডে এখন নতুন ছবির গুঞ্জন তুঙ্গে। জিৎ-প্রসেনজিৎ জুটির আসন্ন ছবি কোন গল্প বলবে, তা জানতে অপেক্ষায় ভক্তরা।
অনলাইন ডেস্ক