ক্রিকেট মহারাজ সৌরভ গাঙ্গুলী এখন ব্যস্ত বিনোদন অঙ্গনে। রিয়েলিটি শো থেকে শুরু করে বিজ্ঞাপনের শুটিং—নানা কাজেই দেখা যাচ্ছে তাকে। তবে এবার একটি ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বর্ধমানে একটি বিজ্ঞাপনের শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হন সৌরভ। বসিরহাটের বিনোদিনী স্টুডিওতে কাজ চলছিল, সেখানেই ঘটে বিপত্তি।
এক প্রত্যক্ষদর্শী জানান, শুটিংয়ের সময় সৌরভ ক্যামেরার সামনে ছিলেন। ঠিক তখনই সামনে রাখা জেনারেটর থেকে বিকট শব্দ হতে থাকে, আগুনের ফুলকিও দেখা যায়। দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় কোনো বিপদ ঘটেনি।
ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে। তবে সৌরভ গাঙ্গুলী অক্ষত রয়েছেন এবং এ নিয়ে সংবাদমাধ্যমে বিস্তারিত কিছু বলেননি। শুধু জানিয়েছেন, “অল্পের জন্য বেঁচে গেছি।”
এদিকে, সৌরভের আত্মজীবনীভিত্তিক একটি বায়োপিক নির্মিত হচ্ছে, যেখানে তার চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। নিজের ২৮তম বিবাহবার্ষিকীতে এই তথ্য জানিয়েছেন সৌরভ।
অনলাইন ডেস্ক