Friday, December 5, 2025

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের গুঞ্জন: সত্য নাকি গুজব?

দিন কয়েক ধরে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে সংবাদের শিরোনাম হয়েছেন বলিউডের তারকা দম্পতি গোবিন্দ-সুনীতা। দীর্ঘ ৩০ বছরের এই সংসার নাকি ভাঙতে চলেছে, এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই চলছে। এই খবর নিয়ে রীতিমতো তোলপাড় বি-টাউন।

গোবিন্দ এ বিষয়ে বেশি কথা বলেননি, তবে সুনীতার কিছু বক্তব্য চর্চায় ইন্ধন জুগিয়েছে। কখনো তিনি প্রকাশ্যে বলেছেন, তার স্বামী ‘ভ্যালেন্টাইন’-এর সঙ্গে রয়েছেন, আবার কখনো বলেছেন, তৃতীয় ব্যক্তি তাদের জীবনে থাকবেই। এছাড়াও নিজের জন্মদিন একাই পালন করার কথাও বলেছেন তিনি।

শোনা যাচ্ছে, মাস ছয়েক আগে আইনি বিচ্ছেদ চেয়ে গোবিন্দকে নোটিশ পাঠিয়েছিলেন সুনীতা। এমনকি, তিনি প্রার্থনাও করেছেন, আগামী সাত জন্মে যেন গোবিন্দকে স্বামী হিসেবে না পান! এরপর গুঞ্জন আরও জোরালো হয়, যখন এই তারকা দম্পতির আলাদা থাকার বিষয়টি আলোচনায় আসে।

যখনই বিষয়টি নিয়ে নানা আলোচনা তুঙ্গে, তখনই মুখ খুললেন সুনীতা। শনিবার রাতে সামাজিক মাধ্যমে তার একটি বার্তা ছড়িয়ে পড়ে। সেখানে তিনি জানান, ‘মেয়ে বড় হয়েছে, আমি বাড়িতে শর্টস পরে থাকি। এদিকে গোবিন্দ রাজনীতিতে যোগ দেওয়ায় নেতাকর্মীরা বাড়িতে আসেন। তাই বাধ্য হয়েই আলাদা থাকি।’

তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমাকে গোবিন্দর থেকে আলাদা করবে এত ক্ষমতা কারো নেই। কেউ যদি এমন কিছু ভেবে থাকেন, তবে সামনে আসুন।’

স্বামীর ‘ভ্যালেন্টাইন’-এর থাকার বিষয়টি নিয়ে সুনীতা জানান, তিনি শুধুমাত্র রসিকতা করেছিলেন। তার মতে, গোবিন্দের একমাত্র ‘ভ্যালেন্টাইন’ হলো তার কাজ। তিনি এখন নতুন ছবির কাজে ব্যস্ত রয়েছেন।

সব মিলিয়ে, বিচ্ছেদের গুঞ্জন কতটা সত্য আর কতটা গুজব, তা সময়ই বলে দেবে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর