Friday, December 5, 2025

১৩ বছর প্রেমের পর বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন

অবশেষে ১৩ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, “২০১২ সালের ৯ এপ্রিল—একটি বাঁকা দাঁতওয়ালা ছেলে, যার হাসি ছিল অপূর্ব, সে আমার সাথে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের টেরেসে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে আমার দিকে হাত নেড়ে দিল।”

তিনি আরও বলেন, “আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মিলালাম, এবং যখন সে চলে গেল আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরোও তার সাথে চলে গেল। আমি তখনই বুঝে গিয়েছিলাম—এই হলো সেই মানুষ।”

মেহজাবীনের কথায়, “১৩ বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠছি, প্রতিটি উঁচু মুহূর্ত উদযাপন করছি এবং প্রতিটি নিম্ন মুহূর্ত কাটিয়ে উঠছি। তারা বলে সাত বছরের বন্ধুত্ব সারাজীবন স্থায়ী হয়—আমরা এর প্রায় দ্বিগুণ সময় পার করেছি।”

শেষে তিনি লিখেছেন, “২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, আমরা আমাদের বন্ধনকে চিরতরে মজবুত করলাম, হাত ধরে এই যাত্রায় একসাথে চলার প্রতিশ্রুতি দিলাম। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম। আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনাদের ভালোবাসা এবং দোয়া চাই—যেন আমাদের জীবন সুখ এবং একসাথে থাকার মধ্য দিয়ে ভরে যায়।”

প্রসঙ্গত, ২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে রাজীবের সঙ্গে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এই জুটিকে কখনো কক্সবাজার, আবার কখনো দেশের বাইরেও ঘুরতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর