সাভারের আশুলিয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। এ সময় আহত হন অভিনেতার মা ও স্ত্রী।
রোববার ভোরে আশুলিয়ার জিরাবোতে আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আজাদ, তার স্ত্রী ও মাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিনেতার ভগ্নিপতি ও নির্মাতা তপু খান জানান, ভোরে কয়েকজন ডাকাত রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। টের পেয়ে ধস্তাধস্তি শুরু হলে ডাকাতেরা আজাদকে লক্ষ্য করে গুলি করে। এতে আজাদের পায়ে তিনটি গুলি লাগে। ডাকাতের হামলায় আজাদের মা পায়ে ও স্ত্রী মাথায় আঘাত পান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও কেউ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজিজুর রহমান আজাদ ‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে পরিচিত। টিভিসিসহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘লিডার’ সিনেমাতেও তাকে দেখা যায়।







