প্রয়াত অভিনেত্রী দিতি এবং অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী সম্প্রতি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তার নিজ বাড়িতে জমিসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৪০ জন হামলা চালায়। প্রাণ নিয়ে ঢাকা ফিরতে হয়েছে বলে দাবি করেছেন লামিয়া।
এ বিষয়ে লামিয়া নিজেই সামাজিক মাধ্যমে জানান। শনিবার ফেসবুক লাইভে এসে তিনি বলেন, তার গাড়ির সামনে বেশ কিছু মানুষ ছিল এবং গাড়ির সামনের কাঁচ ভাঙা ছিল। লাইভে তিনি তার ডান পা দেখিয়ে বলেন, হামলাকারীরা তার পা ভেঙে দিয়েছে এবং পা ফুলে যাওয়ার ছবিও শেয়ার করেন।
লামিয়া বলেন, ‘আমার বাবা-মা মারা গেছেন অনেকদিন হলো, তারপর থেকে একা হয়ে পড়েছি। জমি দখলের চেষ্টা করতে গিয়ে হামলা চালানো হয়, আমার পা ভেঙে দিয়েছে। প্রাণ নিয়ে ঢাকা ফিরেছি।’
এ বিষয়ে ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন লামিয়া, যেখানে তিনি লিখেছেন, “আমার পাশে কি কেউ নেই?”
অনলাইন ডেস্ক







