দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ করেন অনুরাগীদের, আবারও তার এক নতুন অবতারে ধরা দিলেন। সম্প্রতি, ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে বেনারসী শাড়িতে জয়া আহসান নিজের অনবদ্য লুক উপস্থাপন করেছেন।
এদিন, তিনি সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসীর এক চমৎকার কম্বিনেশনে সেজেছিলেন, আর সঙ্গে ছিল ঐতিহ্যবাহী গয়না। ছবিতে তাকে নদীর পাড়ে আবির ছড়িয়ে পা দিয়ে নাড়তে দেখা যায়। তিনি তার ছবির ক্যাপশনে লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।”
জয়ার এই নতুন অবতার দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আবার কেউ বলেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।”
তবে, জয়া আহসানের অভিনয়ও এখনও দৃষ্টি আকর্ষণ করছে। নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনীত ছবি পুতুল নাচের ইতিকথা প্রশংসিত হয়েছে, এবং সেখানে দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।
এভাবে বিভিন্ন রূপে এবং স্টাইলে জয়া আহসান নিজেকে প্রমাণ করতে থাকছেন, আর তার প্রতি দর্শকদের ভালোবাসা দিন দিন বেড়ে চলেছে।
অনলাইন ডেস্ক







