বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে বি-টাউনে যাত্রা শুরু করেছেন অনেকে, পেয়েছেন তারকাখ্যাতি। সেই তালিকায় আছেন জনপ্রিয় প্রযোজক-পরিচালক করণ জোহরও। ক্যারিয়ারে শাহরুখের অবদান স্বীকার করলেও তাকে কেবল তারকা বলতে নারাজ করণ। তার মতে, শাহরুখ এখন একটি অনুভূতির নাম।
সম্প্রতি এক পডকাস্টে করণকে জিজ্ঞেস করা হয়, তার একাধিক ছবি দেশে বক্স অফিসে ব্যর্থ হলেও পশ্চিমা বিশ্বে সফলতা পেয়েছে কেন? জবাবে তিনি এর পুরো কৃতিত্ব দেন শাহরুখ খানকে।
করণের ভাষায়, “এর একমাত্র কারণ শাহরুখ খান। আমার সেসব ছবি পশ্চিমা দুনিয়া থেকে যতটুকু ভালবাসা ও সম্মান পেয়েছে, তা সম্ভব হয়েছিল কেবল ওই ছবিতে শাহরুখ ছিলেন বলেই।”
তিনি আরও বলেন, “বছরের পর বছর পশ্চিমের দেশগুলোতে শাহরুখের জনপ্রিয়তা যেভাবে বেড়েছে, তা এককথায় অবিশ্বাস্য! শুধু ইংল্যান্ড, আমেরিকা বা অস্ট্রেলিয়াতেই নয়, ইউরোপের ফ্রান্স, জার্মানি, এমনকি মিশরেও শাহরুখ বলতে মানুষ অজ্ঞান! তাদের কাছে ভারতীয় ছবি মানেই শাহরুখ। তাই তিনি এখন আর শুধু কোনো তারকা নন, তিনি একটি অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছেন।”
শাহরুখের সঙ্গে করণের ব্যক্তিগত সম্পর্কও দারুণ। পরিচালকের মতে, অভিনেতা তার জীবনে অভিভাবকের মতো। একসঙ্গে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’-এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই জুটি।
অনলাইন ডেস্ক