Wednesday, March 26, 2025

বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে ভারতীয় ইউটিউবার রণবীর

ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়া সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ভারতের বিনোদন অঙ্গনের অনেকে। ‘মহাভারত’খ্যাত অভিনেতা সৌরভ গুরজার এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে অংশ নিয়ে রণবীর একটি বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যোত হবে?”

এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়েছেন অভিনেতা সৌরভ গুরজার। তিনি বলেন, “আমি সরকারের কাছে অনুরোধ করব ওর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। আমি এখন খুব রেগে আছি। ওর সঙ্গে আমার দেখা হলে, আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না।”

সৌরভ আরও বলেন, “এ ধরনের মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ ও ধর্মকে যারা অপমান করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য ভবিষ্যৎ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর