Friday, December 5, 2025

টলিউডে পরীমণির ‘ফেলুবক্সি’ ফ্লপ: প্রযোজক রানা সরকার

টলিউডে বেশ আয়োজন করেই শুরুটা করেছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর সাথে তার প্রথম সিনেমা ‘ফেলুবক্সি’ নিয়ে বেশ আশাবাদী ছিলেন সবাই। কিন্তু দিন শেষে সিনেমাটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন টলিউডের প্রযোজক রানা সরকার।

ঢাকা মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে রানা সরকার বলেন, ‘‘ফেলুবক্সি’ কয়েকটি সিনেমা হলে হাউজফুল গেছে। কিন্তু দিন শেষে সিনেমাটি ফ্লপ হয়েছে।’’ পরীমণি-সোহম ছাড়াও এতে অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। ছবিটি মুক্তি পায় গত ১৭ জানুয়ারি।

অন্যদিকে, রানা সরকার প্রশংসা করেছেন জিয়াউল ফারুক অপূর্বর সিনেমা ‘চালচিত্রে’র। তার ভাষায়, ‘ছবিটি সন্তোষজনক।’ গত ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে অপূর্বর পাশাপাশি অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মহেশ্বরী প্রমুখ।

এদিকে, সম্প্রতি পরীমণি শেষ করেছেন তার নতুন ছবি ‘ডোডোর গল্প’-এর কাজ। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

অনলােইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর