Wednesday, February 19, 2025

মির্জা ফখরুলের সাংস্কৃতিক অতীত তুলে ধরলেন ‘ইত্যাদি’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধুই রাজনীতিবিদ নন, তিনি একসময়ে মঞ্চ নাটকেরও অংশ ছিলেন। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে অংশ নিয়ে নিজের সাংস্কৃতিক অতীতের কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে তিনি জানান, ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক জগতে তার হাতেখড়ি হয়েছিল নাট্যজন ফণীদি ভূষণ পালিতের কাছে। ছাত্রজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চার ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এই নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকেই নাটকের চর্চা শুরু হয়।’

শুধু নাট্যজগতেই নয়, আবৃত্তিতেও পারদর্শী মির্জা ফখরুল। ‘ইত্যাদি’-র আসরে উপস্থিত দর্শকদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুঃসময়’ কবিতার কয়েক লাইন আবৃত্তি করে শোনান তিনি।

রাজনীতি, নাট্যজগত ও শিক্ষকতা— তিনটি বিষয়ের মধ্যে কোনটি বেশি উপভোগ্য? উত্তরে তিনি বলেন, ‘নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্যের বিষয়।’ তিনি আরও উল্লেখ করেন, একসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল এমন, যেখানে মানুষ তৃপ্তি লাভ করতে পারত।

সাংস্কৃতিক জগতে তার সক্রিয় অংশগ্রহণ ও ভালোবাসার কথা তুলে ধরে এই বর্ষীয়ান রাজনীতিবিদ জানান, রাজনীতির বাইরেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার বিশেষ টান রয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৮

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর