Wednesday, February 19, 2025

বরেণ্য শিল্পী ফরিদা পারভীন আইসিইউতে

দেশের বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

শনিবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন তার স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানান, ফরিদা পারভীনের ফুসফুসে পানি জমেছে, পাশাপাশি আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, ফরিদা পারভীন লালনসংগীতে অসামান্য অবদানের জন্য পরিচিত। ১৯৬৮ সালে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করলেও পরে লালনসংগীতে মনোনিবেশ করেন। ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন তিনি। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারেও ভূষিত হন।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর