ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ ফের বিতর্কের মুখে। সম্প্রতি এক কনসার্টের মঞ্চে তার আচরণ ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ মঞ্চে ‘টিপ টিপ বরসা পানি’ গান পরিবেশন করছিলেন। তখন কিছু নারী ভক্ত তার মঞ্চের কাছে এসে সেলফি তুলতে গেলে তিনি নিজে থেকেই তাদের কাছে এগিয়ে যান। কিন্তু এরপর ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
ভিডিওতে দেখা যায়, উদিত নারায়ণ নারী ভক্তদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তাদের গায়ে হাত দিচ্ছেন এবং একপর্যায়ে গালে চুমু খাচ্ছেন। এমনকি এক নারী ভক্ত যখন সেলফি তুলতে যান, তখন উদিত তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই তার বয়স উল্লেখ করে কটাক্ষ করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘এটা কি AI-নির্মিত? যদি বাস্তব হয়, তবে নিজেই নিজের সম্মান শেষ করলেন।’
এই ঘটনার পর উদিত নারায়ণ কোনো মন্তব্য করেননি। তবে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি। শিল্পীর এমন আচরণ তার দীর্ঘ সংগীত ক্যারিয়ারের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছেন অনেকেই।
অনলাইন ডেস্ক/আর কে-০৭