Friday, December 5, 2025

নিরাপত্তার জন্য বাংলোর বারান্দা ঘিরে ফেললেন সাইফ আলী খান

ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এবার নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাইফ তার বাংলোর গোটা বারান্দা ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ফটোশিকারিদের অনুরোধ করেছেন যেন তার দুই সন্তান, জেহ ও তৈমুরের ওপর নজর না রাখা হয়। পাপারাজ্জিদের কারণে সন্তানদের ব্যক্তিগত তথ্য যাতে প্রকাশ্যে না আসে, সে বিষয়েও সচেতন হয়েছেন সাইফ ও কারিনা।

এদিকে, সাইফের ওপর হামলার ঘটনায় গ্রেফতার শরিফুল ইসলাম বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আদালত তাকে ১৪ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন, যার মধ্যে ১০ দিন ইতোমধ্যে কেটে গেছে। তাই হেফাজতের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখছেন না আদালত।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর একদিন জনসম্মুখে দেখা গেছে সাইফ আলী খানকে। বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বের হয়ে নীল টি-শার্ট, ডেনিম জিন্স ও রোদ চশমা পরে দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। সেই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে অনলাইনে ভাইরাল হয়েছে।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর