Friday, December 5, 2025

সাইফ আলির ওপর হামলার ঘটনায় নারী আটক

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় এবার পশ্চিমবঙ্গের নদিয়া থেকে গ্রেপ্তার হলেন এক নারী। পিটিআই সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশের একটি দল সোমবার নদিয়ার চাপড়া অঞ্চলে অভিযান চালিয়ে ওই মহিলাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মহিলার সঙ্গে মূল অভিযুক্ত শরিফুল ফকিরের যোগসূত্র রয়েছে। শরিফুলকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করাতে এই মহিলার সহযোগিতা ছিল বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ওই নারী মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। তাকে ইতিমধ্যেই মুম্বাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

গত ১৬ জানুয়ারি মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারী সাইফকে পিঠ, ঘাড় এবং হাতে ছুরির আঘাত করে। সেই রাতে সাইফ নিজেই অনুপ্রবেশকারীকে ঘরে আটকে রাখার চেষ্টা করেন। ঘটনার পর তিনি বেশ কয়েকদিন হাসপাতালে ছিলেন এবং বর্তমানে অনেকটাই সুস্থ।

সাইফের দেওয়া বয়ান অনুযায়ী, হামলার রাতে তিনি ও তার স্ত্রী কারিনা কাপুর ১১ তলায় নিজেদের শোবার ঘরে ছিলেন। ছোট ছেলে জাহাঙ্গীরের চিৎকার শুনে ছুটে যান তার ঘরে। সেখানে গৃহকর্মী আলিয়ামা ফিলিপস এবং জাহাঙ্গীর আতঙ্কে চিৎকার করছিলেন। সেই সময়ই অনুপ্রবেশকারী তাকে আক্রমণ করে।

এই ঘটনার তদন্তে দ্রুততার সঙ্গে কাজ করছে মুম্বাই পুলিশ। গ্রেপ্তার হওয়া নারীকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত শরিফুল ফকিরকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর