Friday, December 5, 2025

কিং খানের সঙ্গে সঞ্চালনায় কার্তিক: হতে চান দ্বিতীয় সেরা

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান এবার সঞ্চালনার মঞ্চে নাম লেখালেন কিং শাহরুখ খানের সঙ্গে। চলতি বছরের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করবেন এ দুই তারকা। এ নিয়ে কার্তিক বলেন, ‘আমি আশা করি, যেন ‘সেকেন্ড বেস্ট’ সঞ্চালক হই, কারণ শাহরুখ খানকে সঞ্চালনায় কেউ হারাতে পারবে না।

মার্চ মাসে ভারতের ঐতিহ্যমণ্ডিত রাজস্থান রাজ্যের জয়পুরে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠান। কার্তিক প্রথমবার মঞ্চে সঞ্চালনা করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

তার কথায়, আইফার মঞ্চে সঞ্চালক হিসেবে উপস্থিত হতে পারা আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। শাহরুখের মতো কিংবদন্তির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করতে পারা সত্যিই গর্বের।

শাহরুখের সঞ্চালনাগুণের প্রতি প্রশংসা জানিয়ে কার্তিক আরও বলেন, তিনি যখন মঞ্চে থাকেন, তখন পুরো পরিবেশ যেন স্টেডিয়ামে রূপান্তরিত হয়। এবার এই অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি দারুণ খুশি।

অনলাইন ডেস্ক/আর কে-০৭

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর