বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান সম্প্রতি দুষ্কৃতিকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন। রাত ২টার দিকে এক অজ্ঞাত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে ছয়টি আঘাত করে তাকে গুরুতর জখম করে। তৎক্ষণাৎ সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। বাড়ি ফেরার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।
তবে পুরো ঘটনার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিতর্কিত লেখক তসলিমা নাসরিন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, সাইফের কোনো গল্পই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বিল্ডিংয়ের মতো জায়গায় সিকিউরিটি গার্ডের অনুপস্থিতি এবং চোরের নির্বিঘ্নে পালানোর ঘটনা অবিশ্বাস্য।
তিনি আরও প্রশ্ন তুলেছেন, সাইফের গুরুতর আঘাতের পরও হাসপাতালের পথে তাকে সাত বছর বয়সী তৈমুরের সঙ্গ নিতে হলো! এমনকি কোনো আত্মীয় বা প্রতিবেশীও গাড়ি চালিয়ে তাকে নিয়ে গেল না, বরং অটোরিকশায় যেতে হলো। বিষয়টি খুবই অস্বাভাবিক।
তসলিমার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন এবং এই ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, ঘটনাটি পরিকল্পিত, আবার কেউ মনে করছেন, ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।
হামলাকারীকে গ্রেফতার করা হলেও পুরো ঘটনার সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইফ বা তার পরিবার থেকেও বিস্তারিত কিছু জানানো হয়নি, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৬







