বলিউড অভিনেতা সাইফ আলী খানের জন্য দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না। মধ্যপ্রদেশ সরকার শিগগিরই ‘শত্রু সম্পত্তি আইন’-এর অধীনে সাইফের পারিবারিক সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, যার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার কোটি টাকা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভোপাল হাই কোর্ট ২০২৪ সালের ১৩ ডিসেম্বর সাইফের আবেদন খারিজ করে ‘শত্রু সম্পত্তি’ নিয়ে দেওয়া স্থগিতাদেশ তুলে নেয়। ফলে মধ্যপ্রদেশ সরকার এখন আইনগতভাবে সাইফের পারিবারিক সম্পত্তি দখলের জন্য আর কোনো বাধার সম্মুখীন হবে না।
ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত এই সম্পত্তি ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের উত্তরাধিকার হিসেবে সাইফের পরিবার পেয়ে আসছিল। হামিদুল্লাহ খানের কন্যা আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে যান। এরপর থেকেই পতৌদিদের মালিকানায় ছিল ভোপালের এই সম্পত্তি।
১৯৪৭ সালের দেশভাগের পর পাকিস্তান ও চীনে চলে যাওয়া ভারতীয়দের সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করার আইন প্রণয়ন করা হয়। এই আইনের আওতায় স্থায়ীভাবে বিদেশে চলে যাওয়া ব্যক্তিদের বংশধরদের আর এ ধরনের সম্পত্তির ওপর কোনো অধিকার থাকবে না।
মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত সাইফ আলী খান এবং তার পরিবারের জন্য নতুন করে চাপ তৈরি করেছে। এরই মধ্যে অভিনেতা মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে সম্পত্তি নিয়ে নতুন এই সংকট তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।







