Saturday, December 6, 2025

কুম্ভমেলার মোনালিসা: ভাইরাল থেকে রুপালি পর্দার পথে?

মহাকুম্ভের মেলায় পাথরের মালা বিক্রি করতে আসা ইন্দোরের ষোড়শী মোনালিসা ভোঁসলে এখন গোটা ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু। চিরাচরিত সৌন্দর্যের মায়া আর বিনয়ী ব্যক্তিত্ব তাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছে। মেলায় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে কেবল তার সৌন্দর্য নয়, জীবনযাত্রাও বদলে যেতে শুরু করেছে।

কুম্ভমেলায় মোনালিসার তোলা একটি ছবি প্রথম শেয়ার করেন এক যুবক। ছবিতে তার বিড়ালাক্ষী চাহনির সৌন্দর্য দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই ভিড় জমে যায় মেলার তার স্টলে। কিন্তু এই খ্যাতি তার জন্য আশীর্বাদ না অভিশাপ, তা নিয়ে সংশয় থেকেই গেছে। কারণ, ভাইরাল হওয়ার পর তার মালা বিক্রিই বন্ধ হয়ে যায়। মোনালিসা বলেন, “লোকে আমার তৈরি মালার চেয়ে আমার প্রতি বেশি আগ্রহী। এবারের মেলা আমার সর্বনাশ করে দিল।”

মোনালিসার পরিবারে আছেন মা-বাবা ও তুতো ভাই-বোনেরা। লেখাপড়ার সুযোগ না পেলেও এই তরুণী কখনো আক্ষেপ করেননি। কুম্ভমেলায় মালা বিক্রি করেই সংসার চালানো তার পেশা। ভাইরাল হওয়ার পর পরিবার নিয়ে তিনি মেলা ছেড়ে চলে যেতে বাধ্য হন।

মোনালিসার ভাইরাল হওয়া জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। জানা গেছে, তিনি নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলেছেন, যেখানে লাখো দর্শক তার প্রতিদিনের জীবনের খোঁজ নিতে ভিড় করছেন।

এদিকে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমা ‘পুষ্পা ৩’-এ মোনালিসাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও এখনও নিশ্চিত নয়, তবে রুপালি পর্দায় পা রাখার স্বপ্ন এখন আর দূর স্বপ্ন নয় তার জন্য।

মোনালিসার গল্প শুধু ভাইরাল হওয়া বা সৌন্দর্যের গল্প নয়, এটি সংগ্রামের মধ্যে থেকেও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প। পরিবার, সমাজ আর খ্যাতির দ্বন্দ্ব পেরিয়ে তার জীবনে আসা সাফল্য দেখিয়ে দিয়েছে যে সুযোগ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

তবে মোনালিসার নিজের কথায়, “যা হয়, সবটাই হয়তো ভালোর জন্য।” এখন দেখার বিষয়, মালা বিক্রেতা থেকে রুপালি পর্দার নায়িকা হয়ে ওঠার এই যাত্রা কতটা সফল হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর