৯০-এর দশকের সিনেমার স্বাদে মাতোয়া হয়ে উঠেছে যশোর। মনিহারে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘সত্যের মৃত্যু নেই’। ছবিটির প্রদর্শনী শুরু হওয়ার সাথে সাথে ৯০-এর দশকের সিনেমাপ্রেমীরা নস্টালজিয়ায় ভাসতে শুরু করেছেন।
এক সময়ের সুপারস্টার সালমান শাহ এবং প্রখ্যাত পরিচালক ছটকু আহমেদের এই অসাধারণ সৃষ্টি দর্শকদের মনে আবারো ফিরিয়ে এনেছে সেই সুন্দর দিনগুলো। ছবিটির গান, অভিনয়, এবং গল্প সব মিলিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছে।
ছবি দেখার পর আলামিন নামের এক দর্শক বলেন, “সত্যের মৃত্যু নেই ছবিটি আমার কাছে অনেক স্মৃতি জাগিয়ে তুলেছে। সালমান শাহের অভিনয় এবং ছবিটির গান এখনো আমার কাছে স্মরণীয়।”
আরেক দর্শক আরাফাত বলেন, “এই ছবিটি দেখে আমরা যেন সময় ভ্রমণ করেছি। ৯০-এর দশকের সেই সুন্দর দিনগুলো আবারো ফিরে এসেছে আমাদের সামনে।”
এই ছবির মাধ্যমে যশোরের মানুষ আবারো একবার ৯০-এর দশকের সিনেমার স্বাদ উপভোগ করার সুযোগ পাচ্ছে।







