Saturday, December 6, 2025

রিকশাচিত্রকে শ্রদ্ধা জানিয়ে রিকশা গার্লের প্রথম গান প্রকাশ

অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ এর প্রথম গান ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ আজ হাফ স্টপ ডাউনে প্রকাশিত হয়েছে। এই গানটি বাংলাদেশের রিকশাচিত্র এবং রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে।

চলচ্চিত্রটির গল্প কেন্দ্রীভূত একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার উপর, যে ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং রিকশাচিত্রের মাধ্যমে তার স্বপ্নপূরণ করে। মিউজিক ভিডিওটিতে নাঈমার সংগ্রাম ও সফলতার পথের একটি ঝলক দেখানো হয়েছে।

২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় রিকশাচিত্র ও রিকশা বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি এই ঐতিহ্যকে আরো একবার সবার সামনে তুলে ধরেছে।

চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান বলেন, “রিকশা গার্ল আমাদের মনের মতো একটি কাজ এবং এটি শিশুদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করবে। বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা; এর রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের প্রতীক।”

আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর