Wednesday, February 19, 2025

দুষ্কৃতীর হামলায় আহত সাইফ আলি খানের অস্ত্রোপচার সফল: গ্রেফতার-৩

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর দুষ্কৃতীর হামলার ঘটনায় তাকে গুরুতর আহত অবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আড়াই ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারে চিকিৎসকেরা সাইফের শরীর থেকে ছুরির অংশ বের করেন। তার স্নায়ুর অস্ত্রোপচার ও ‘কসমেটিক সার্জারি’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

চিকিৎসকেরা জানান, সাইফের শরীর থেকে ২-৩ ইঞ্চির ধারালো ছুরির ভাঙা অংশ অপসারণ করা হয়। তার শরীরে ৬টি ক্ষত রয়েছে, যার মধ্যে দু’টি গভীর। শিরদাঁড়ার কাছেও তিনি আঘাত পেয়েছেন।

এদিকে, বুধবার রাত ২টার দিকে সাইফের মুম্বাইয়ের বান্দ্রার ‘সৎগুরু শরণ বিল্ডিং’-এ অবস্থিত বাড়িতে দুষ্কৃতী হানা দেয়। পরিচারকের চিৎকারে ঘুম থেকে উঠে সাইফ দুষ্কৃতীর মুখোমুখি হন। তর্কাতর্কির পর হাতাহাতি শুরু হয় এবং সাইফকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

মুম্বাই পুলিশ জানায়, দুষ্কৃতী হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

হামলার সময় সাইফের স্ত্রী কারিনা কাপুর বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত নয়। কারণ কিছুক্ষণ আগেই কারিনা তার বোন কারিশ্মা কাপুর ও বন্ধু সোনম কাপুরদের সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছিলেন।

বর্তমানে সাইফ আলি খান চিকিৎসাধীন, এবং তার শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর