Wednesday, February 19, 2025

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

বলিউড তারকা সাইফ আলী খান দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসায় ঢুকে এই হামলা চালানো হয়। ছুরিকাঘাতে রক্তাক্ত সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি জানিয়েছেন, সাইফের শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি গুরুতর। মেরুদণ্ডের কাছাকাছি আঘাত থাকায় নিউরোসার্জন, কসমেটিক সার্জন এবং অবেদনবিদদের সমন্বয়ে তাঁর অস্ত্রোপচার চলছে।

পুলিশের তথ্যমতে, রাতের গভীরে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত সাইফের বাড়িতে ঢুকে তাঁর গৃহকর্মীদের হুমকি দেয়। সাইফ ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তবে তাঁর স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর নিরাপদে রয়েছেন।

এ ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। এটি নিছক চুরি, না কোনো পরিকল্পিত আক্রমণ—তা খতিয়ে দেখতে মুম্বাই পুলিশ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। সাইফের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

অনলাইন ডেস্ক/আর কে-০৩

- বিজ্ঞাপন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর