এতসবের পরও শুটিং শেষের দিকে এসে রাশমিকা জিম করার সময় আবারও চোট পেয়েছেন। ফলে ছবির শুটিং কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
‘সিকান্দার’ ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদস। ছবির নাম ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়ে। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে সালমানকে একটি নতুন অবতারে দেখা যাবে এবং ছবির প্রতিটি দৃশ্যই হবে দর্শকদের জন্য আকর্ষণীয়।
তবে একের পর এক ঘটনা ঘটায় ছবির মুক্তি আরও দেরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। দর্শকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আশা করছেন, শুটিংয়ের কাজ যত দ্রুত সম্ভব শেষ হবে এবং তারা পর্দায় সালমান খানকে নতুন অবতারে দেখতে পাবে।