বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণের মুম্বাইয়ের আন্ধেরি এলাকার বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা ১৫ মিনিটে শাস্ত্রী নগরের স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে আগুন লাগে। উদিত নারায়ণ নিজে ওই ভবনের ৯ তলায় বাস করেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই দুর্ঘটনায় রাহুল মিশ্র নামে একজন বাসিন্দার মৃত্যু হয়েছে। তিনি ১১ তলায় বাস করতেন। আহত আরও একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাহুল মিশ্রকে গুরুতর আহত অবস্থায় কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট বা প্রদীপ থেকে পর্দায় আগুন ধরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।
উদিত নারায়ণ এবং তাঁর পরিবার নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনা সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেননি এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী।
অগ্নিকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ১১ তলার দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দৃশ্য দেখা গেছে।
এই অগ্নিকাণ্ড বলিউডে সাম্প্রতিক আরেকটি অনুরূপ ঘটনার কথা মনে করিয়ে দেয়। গত ২৪ ডিসেম্বর সংগীতশিল্পী শানের বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টেও একই ধরনের অগ্নিকাণ্ড ঘটে। সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সপ্তম তলায় আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে।







