দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হয়েছে শাকিব খানের। ঢাকা ক্যাপিটালসের কর্ণধার তিনি। বিপিএলের নিলামেও অংশ নিয়েছিলেন সুপারস্টার। দলের জন্য কিনেছেন দেশি-বিদেশি খেলোয়াড়।
তবে অধিনায়ক নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছিল। অনেকে ভাবছিলেন দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসের কাঁধেই পড়বে নেতৃত্বের ভার। অনুমান মিলল না। কেননা ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা।
লঙ্কান এই অলরাউন্ডার ছাড়াও ঢাকার শিবিরে আছেন একঝাঁক বিদেশি খেলোয়াড়। তারা হচ্ছেন জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া), শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)।
দেশি খেলোয়াড়দের মধ্যে লিটন ছাড়া আছেন মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান।
এদিকে এরইমধ্যে অনুশীলনে নেমেছে ঢাকা ক্যাপিটালস। মিরপুর শের-ই বাংলার মাঠে ঘাম ঝরাচ্ছে তারা।
অনলাইন ডেস্ক







