ঢাকার শোবিজ একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হচ্ছেন। শনিবার একই দিনে চিত্রনায়ক শুভ, নির্মাতা শিহাব শাহীন ও চিত্রনাইকা নুসরাত ফারিয়ার করোনা আক্রান্তর খবর পাওয়া যায়।
তবে করোনায় আক্রান্ত হলেও ফারিয়ার শারীরিক অবস্থা ভালো আছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। কোনো প্রকার দুর্বলতা কাজ করছে না। ফারিয়া বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।নুসরাত ফরিয়া জানান, ‘যদি কিন্তু তবুও’ নামের ওয়েব ফিল্মের শুটিং চলাকালে শরীরে করোনার হালকা উপসর্গ বুঝতে পারেন। তাই দ্রুত টেস্ট করেন এবং ফল পজিটিভ আসে তার। বর্তমানে বাসায় সেলফ আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন নুসরাত ফারিয়া।
অনলাইন ডেস্ক







