Thursday, November 6, 2025

মনিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

মনিরামপুর প্রতিনিধি:এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরকে ডিজিটাইলেজন করা জননেত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারি পদক্ষেপ। ডিজিটাইলেজন হওয়ায় জনগণের ভোগান্তি লাঘোব হয়েছে। জমির পর্চা, চাকরি প্রার্থীদের আবেদন, বিশ্ববিদ্যালয় ভর্তিসহ নানা ধরনের কাজ আজ ঘরে বসেই করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডিজিটালের সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী হাসিনার অনন্য প্রচেষ্টায় পদ্মা সেতু নির্মাণের কথা তুলে ধরে তিনি আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শনিবার সকালে মনিরামপুর উপজেলা মিলনায়তন হলরুমে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ শীর্ষক সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সার্বিক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ শীর্ষক সেমিনার উপলক্ষ্যে চিত্রাংকন, বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর