Saturday, December 6, 2025

আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ দেখতে গিয়ে নারীর মৃত্যু

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের অভিনীত বহু প্রতীক্ষিত ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে এক ভক্তের জীবন চলে গেল। হায়দরাবাদে সিনেমা হলে ভীড়ের চাপে পদদলিত হয়ে মারা যান ৩৫ বছর বয়সী রেবতী। এই ঘটনায় গোটা দক্ষিণী চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ।

হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। ভিড়ে ঠাসা এই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী। তার সঙ্গে থাকা ১৩ বছরের ছেলে শ্রীতেজও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে মর্মাহত আল্লু অর্জুন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহত ভক্তের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তিনি পরিবারকে ২৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া, আহত শ্রীতেজের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নিজে বহন করবেন বলে জানিয়েছেন।

এই ঘটনার পর সিনেমা হলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় ধরনের ভিড় সামলাতে হলে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা, সেই প্রশ্নও জাগছে।

একটি সিনেমার প্রিমিয়ারে একজন ভক্তের জীবন যাওয়া অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা সকলকে সতর্ক করে দিচ্ছে যে, উন্মাদনায় হারিয়ে নিজেদের নিরাপত্তা বিসর্জন দিতে নেই।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর