ভারতের সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা-২। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এ সিনেমা বক্স অফিসে শুরু থেকেই রেকর্ড গড়ে চলেছে।
মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১৭৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২১ কোটি টাকার সমান। স্যাকনিক ডট কম-এর তথ্য অনুযায়ী, তেলেগু ভাষায় সিনেমাটি আয় করেছে ৯৫ কোটি ১ লাখ রুপি, হিন্দিতে ৬৭ কোটি, তামিলে ৭ কোটি, মালায়ালামে ৫ কোটি এবং কন্নড় ভাষায় ১ কোটি রুপি। প্রথম দিনের আয়ের দিক থেকে পুষ্পা-২ রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত আরআরআর সিনেমাকে পিছনে ফেলেছে। আরআরআর প্রথম দিন আয় করেছিল ১৩৩ কোটি রুপি।
পুষ্পা-২ মুক্তির তিন বছর আগে মুক্তি পেয়েছিল এর প্রথম পর্ব পুষ্পা: দ্য রাইজ, যা তুমুল জনপ্রিয় হয়েছিল। নতুন সিকুয়ালটি মুক্তির পর ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা গেছে দর্শকদের উপচেপড়া ভিড়। অনেক ভক্ত আল্লু অর্জুনের সিনেমার চরিত্রের মতো পোশাক ও সাজসজ্জা করে সিনেমা দেখতে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রেক্ষাগৃহ পূর্ণ হওয়ার অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়েছে।
সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের দিক থেকে নজির সৃষ্টি করেছে। মুক্তির দিন সকাল ৮টা পর্যন্ত এটি অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় করেছে ২১.০৪ কোটি রুপি। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম এবং বাংলা ভাষায় মুক্তি পাওয়া এ সিনেমাটি বক্স অফিসে নতুন মাইলফলক ছুঁতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অগ্রিম বুকিং শুরুর মাত্র ১০ ঘণ্টার মধ্যে হিন্দি ভাষার জন্য ৫৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়, যা হিন্দি সিনেমার ইতিহাসে বিরল ঘটনা। ২ ডিসেম্বর ভারতের তিনটি বড় চেইন প্রেক্ষাগৃহ—পিভিআর, আইনক্স, এবং সিনেপলিস—এ বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০০টি টিকিট। অন্যান্য চেইনে বিক্রি হয়েছে আরও ৩১ হাজারের বেশি।
পুষ্পা-২ ইতোমধ্যে অগ্রিম আয়ে ৩০ কোটি রুপির মাইলফলক পেরিয়ে গেছে এবং কল্কি, ফাইটার, আরআরআর, এবং দৃশ্যম-২ এর মতো সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। সিনেমাটি শুধু বক্স অফিসে নয়, ভক্তদের হৃদয়েও বিশেষ জায়গা করে নিয়েছে।







