Thursday, November 6, 2025

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাতিবিলায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ

চৌগাছা(যশোর) থেকেঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পাতিবিলা ই্উনিয়ন আওয়ামী সেচছাসেবক লীগের উদ্যোগে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় পাতিবিলা ইউনিয়ান পরিষদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন জনগুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষীণ শেষে ই্উনিয়ান পরিষদ চত্ত্বর বিক্ষোভ মিছিলটি শেষ হয় । প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, প্রসক্লাবের সাধারণ সম্পাদক ও সে¦চছসেবক লীগের নেতা নারায়নপুরের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক অমেদুল ইসলাম, ই্উনিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচছাসেবক নেতা আবু জফর,চৌগাছা প্রসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও স্বেচছাসেবক লীগের নেতা শ্যামল দত্ত ,আহছান হবিব বাবু,মেহেদী হাছান ,রায়হান হোসেন,পৌর স্বেচছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলার পদপ্রার্থী বকুল হোসেন,সাধারণ সম্পাদক রোকনুরজ্জামান সুমন,পৌর আওয়ামী সে¦চছাসেবক লীগের সহ সভাপতি ও কাইন্সিলার পদপ্রার্থী রুহুল আমিন,বাবুল রহমান, পৌর যুগ্ন সাধারণ সম্পাদক আসিফ আহম্মেদ,পৌর কমিটির প্রচার সম্পাদক আকাশ, পাতিবিলা ইউনিয়ান স্বেচছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক সাহজান আলী ভূট্টো, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, নারায়নপুর ইউনিয়ান স্বেচছাসেবক সভাপতি মেজবা উদ্দিন ইটু,জগদীশপুর ইউনিয়ান সে¦চছাসেক লীগের সাধারণ সম্পাদক তাশিকুল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের আহবায়ক বক্তব্যেয় বলেন জাতীর জনক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গে ফেলা জঙ্গী বাদীদের বিরুদ্ধে চৌগাছা আওযামী স্বেচছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যহত চলবে। তিনি আরও বলেনএই নিকৃষ্টকর্মকান্ড জরিত থাকা সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল চলবেই।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর